রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দেশ পুয়ের্তো রিকো।।আর এই দেশের মেয়ে স্টেফানি দেল ভ্যালে এ বছরের মিস ওয়ার্ল্ড নির্বাচিত হয়েছেন।।তার বয়স ১৯ বছর।। তার মাথায় সেরার মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড স্পেনের মিরাইয়া লালাগুনা রয়ো।।এছাড়া ডোমিনিকান রিপাবলিকের ইয়ারিতেজা মিগুয়েলিনা রেইজ রামিরেজ প্রথম রানারআপ এবং ইন্দোনেশিয়ার নাতাশা ম্যানুয়েলা দ্বিতীয় রানারআপ হন।। সূত্র::এএফপি
(Visited ৫ times, ১ visits today)