বৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ভুল স্বীকার করে ক্ষমার আবেদন সেই ওসির

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২৪, ২০১৭ ১২:১৭ পূর্বাহ্ণ

ঢাকার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির নিজের ভুল স্বীকার করে ক্ষমার আবেদন করেছে আদালতে।
ঢাকার মূখ্য বিচারিক হাকিম আদালতে এ আবেদন করেন।

এর আগে জালিয়াতির এক মামলা এজাহার হিসেবে গ্রহণ না করায় কারণ দর্শানোর আদেশ দেন। পরে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে লিখিতভাবে বিচারকের কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের ভুল করবেন না বলে জানান।
গত ২১ জুন ঢাকার উত্তরার মো. এনামুল হক জাল জালায়াতি ও মারধরের অভিযোগ এনে ওই আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন।
ওই বিচারক মোস্তাফিজুর রহমান বাদির জবানবন্দী গ্রহণ করে মামলাটি এফ আই আর হিসেবে গ্রহণ করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা সাভার থানাকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বাদি পক্ষের আইনজীবী গত ১০ আগস্ট আদালতে দরখাস্ত দিয়ে জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা আদালতের নির্দেশের পরেও মামলাটি এফ আই আর হিসাবে গ্রহণ করেননি।
ওই আবেদনের প্রেক্ষিতে বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তার পেশাগত চরম অদক্ষতাও অসদাচরণ উল্লেখ করে বিচারক তাকে কারন দর্শানোর নির্দেশ দেন।
মহসিনুল তার কারণ দর্শানোর জবাবে উল্লেখ করেন মামলাটি আদালত থেকে থানায় আসার পর মিস ফাইল হয়। তিনি ইচ্ছাকৃতভাবে কর্তব্য কাজে অবহেলা করেন নাই। পরে মহসিনুলকে শোকজের দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

(Visited ৮৫ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি