রির্পোটঃসাজিদ হাসান.
সোমবার ১৯/১২/২০১৬ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সিবিএ বরিশাল আঞ্চলিক কমিটির নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির সাথে একাত্মতা ঘোষনা করে প্রবিধানমালা’২০১৩ এর সকল অসংগতি দূরীকরণ ;পেনশন ও আনুতোষিকের তহবিল জরুরী ছাড়করণ ;ড্রাইভার (ভেহিকাল) ও ৪র্থ শ্রেণির সকল পদের বিপরীতে আউট সোর্সিং জনবল নিয়োগের বিধান বাতিল সহ ৩৬তফা দাবি আদায়ের জন্য শ্রমিক-কর্মচারীদের নিয়ে মিছিল কর্মসূচী পালন করা হয়।এ মিছিলে পাউবোর সকল শ্রমিক কর্মচারী অংশ নেয় এবং মিছিলটি ওয়াপদা কলোনী ও বি আই পি কলোনি প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত এক ভাষনের মাধ্যমে শেষ হয়।উক্ত সভায় উপস্থিত ছিলেন সিবিএ নেতা জনাব খালেক ;জনাব কালাম খান; জনাব জব্বার ;জনাব কামাল ;জনাব কাওসার প্রমুখ।
(Visited ১২ times, ১ visits today)