বরিশাল রেঞ্জের ডি আই জি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম ঝালকাঠীতে সুধী সমাবেশ ও বিশেষ কল্যান সভায় অংশগ্রহন করেন।
২১ আগষ্ট সোমবার ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সে বেলা ১১ টায় সুধী সমাবেশ ও বিকেল ৩ ঘটিকায় বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডি আই জি । সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার ঝালকাঠি মোঃ জোবায়েদুর রহমান। এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, রেঞ্জ কার্যালয় মোঃ হাবিবুর রহমান প্রামানিক।
সুধী সমাবেশে বক্তব্যে ডি আই জি মাদকবিরোধী অভিযান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি, মাদকসেবীদের পুনর্বাসন, ইভটিজিং, বাল্য বিবাহ বন্ধ, সোস্যাল মিডিয়ার অপব্যবহার ইত্যাদি গুরুত্বপুর্ন বিষয়ে আলোচনা করেন। তিনি মাদকের প্রসার বন্ধে vicious drug cycle ভেংগে ফেলার উপর জোরারোপ করেন। এ ব্যাপারে তিনি জনসাধারনকে পুলিশকে সহায়তা করার আহবান জানান এবং বলেন যে জনগনকে সমপৃক্ত না করে কখনই কার্যকরী পুলিশিং সম্ভব নয়। এক্ষেত্রে তিনি কমিউনিটি পুলিশকে জোরদার করার পরামর্শ দেন। এই সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ আলম, পিপি ও কমিউনিটি পুলিশের সভাপতি আ: মান্নান রসুল, মেয়র ঝালকাঠি, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগ খান সাইফুল্লাহ পনির, চেম্বার সভাপতি মাহবুব হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ বায়েজিদ, মুক্তিযোদ্ধাগন, ইমামবৃন্দ, কমিউনিটি পুলিশের সদস্যগন, সাংবাদিকবৃন্দ ও অারো অনেকে।