রির্পোটঃসাজ্জাদ খোশনবীশ.
নাগরিক সাংবাদিক,টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ, টাঙ্গাইল।
টাঙ্গাইল ডিসি লেকের রূপকার, লৌহজং নদীর ত্রাণকর্তা ও টাঙ্গাইলে সিটিজেন জার্নালিজমের প্রবক্তা জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন। তার কর্ম এবং মানবিকতার গুনে তিনি এখন টাঙ্গাইল জেলার যুবসমাজের নিকট একটি জনপ্রিয় নাম। স্থানীয় পরিবেশবাদী ও সমাজ সচেতন অনেকেরই আদর্শ হয়ে উঠেছেন তিনি। সম্প্রতি তারই অনুপ্রেরণায় গড়েউঠা অনলাইন ভিত্তিক ফেসবুক গ্রুপ “টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ” এর সদস্যবৃন্দ লৌহজং নদী রক্ষায় জনমত গঠনসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমমূলক কাজে নিজেদের সম্পৃক্ত রেখেছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট সদস্যবৃন্দের বাইকার্স দল বাংলাদেশের নদী-খাল রক্ষায় জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে মোটরবাইক নিয়ে উত্তরবঙ্গের বারটি জেলা ভ্রমনের উদ্যোগ গ্রহণকরে। এ ব্যাপারে সহযোগীতার হাত বাড়িয়ে দেন টাঙ্গাইলের জেলাপ্রশাসক মোঃ মাহবুব হোসেন। “প্রধানমন্ত্রীর নির্দেশ- উদ্ধার করো নদী খাল জলাশয়, বাচাঁও পরিবেশ, এসো সকলে মিলে গড়েতুলি সোনার বাংলাদেশ” আর টাঙ্গাইলে গড়ে উঠা “লৌহজং নদী উদ্ধার আন্দোলন সফল হোক” স্লোগান বহনকরে দলটি গত ১৬ডিসেম্বর ভোরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দুই রাত তিন দিন তারা উক্ত স্লোগান বহনকরে উত্তরের ১২টি জেলায় জনসংযোগ চালিয়ে ১৮ডিসেম্বর রবিবার রাতে টাঙ্গাইল ফিরে আসেন। জনসচেতনতা তৈরিতে এক অনন্য দৃস্টান্ত স্থাপন করে ফেরা সিটিজেন জার্নালিস্ট বাইকার্সদের শুভ প্রত্যাগমন উপলক্ষে টাঙ্গাইল সার্কিট হাউজে এক অভ্যার্থনার আয়োজন করা হয়। ঢাকায় কাজ থাকায় টাঙ্গাইল জেলাপ্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আনোয়ার হোসেন ও এনডিসি ইসরাত সাদমিন তাদের বরণ করেনেন। এসময় সিটিজেন জার্নালিস্ট গ্রুপের পক্ষথেকে জেলাপ্রশাসক মোঃ মাহবুব হোসেন সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।