অনলাইন ডেস্কঃ
বিশ্বব্যাপী কোনো ঘটনা ঘটলে তার জন্য সবাই অস্থির হয়ে যায় কখন তার নিউজটি দেখতে পাবে। ভিডিও আকারে নিউজের বিভিন্ন তথ্য অনেকেই খুঁজেন ইউটিউবে। ব্যবহারকারীদের চাহিদা পূরণে সম্প্রতি ‘ব্রেকিং নিউজ নামে একটি অপশন চালু করছে গুগল। নতুন এই অপশনটির সেবা পাওয়া যাবে ইউটিউবের হোমপেজে নরমাল চ্যানেলের মতো দেখা যাবে। ব্রেকিং নিউজ সেকশনটি উন্মুক্তের সময় মূলত স্টিভ ব্যাননের হোয়াইট হাউজে তার পদ ছেড়ে দেওয়ার ইস্যুটিকে প্রথমে নিয়ে আসা হয়।
তবে ব্রেকিং নিউজ সেকশনটি গুগল অ্যালগরিদমের মাধ্যমে নাকি ম্যানুয়ালি বিন্যাস করে থাকে তা পরিস্কার নয়। এমনকি এই সেকশন সবসময় থাকবে নাকি শুধু ব্রেকিং কোনো ঘটনাই দেখা যাবে তাও নিশ্চিত হওয়া যায়নি। তবে নিঃসন্দেহে এটি ইউটিউব এর ফ্রন্ট পেজে একটি প্রয়োজনীয় যোগসূত্র বলা যায়।
সূত্র:দ্যা ভার্জ