মঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বন্যার্তদের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের ১ দিনের বেতন

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ২২, ২০১৭ ২:২৬ পূর্বাহ্ণ

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও অধীনস্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা। সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার এক সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও সচিব মো. ইব্রাহীম হোসেন খানের নেতৃত্বে আগামী ২৫ আগস্ট সকালে লালমনিরহাটের হাতিবান্ধা এলাকায় বন্যাদুর্গত মানুষদের সাহায্যের জন্য যাচ্ছে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এ প্রতিনিধি দলে অধীনস্ত সংস্থার প্রধানরাও থাকবেন।

ইতোমধ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও এর অধীনস্ত সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রায় ১১ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে। বন্যাদুর্গত প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে দেয়া হবে।

সভায় সংস্কৃতিমন্ত্রী বলেন, মানুষ মানুষের জন্য। বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। তাদের সাহায্যার্থে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও এর অঙ্গপ্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় একদিনের সমপরিমাণ অর্থ দিয়ে এগিয়ে এসেছেন। এটি একটি শুভ উদ্যোগ। সবাইকে বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান আসাদুজ্জামান নূর।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি