দেশবাসীর কাছে বাবা নায়করাজ রাজ্জাকের জন্য দোয়া চেয়েছেন তার ছোট ছেলে চিত্রনায়ক সম্রাট।
সম্রাট বলেন, এখন দোয়া ছাড়া আমাদের করার কিছু নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। এখন দোয়াই হচ্ছে আমাদের একমাত্র কামনা।
এর পর সম্রাট কান্নায় ভেঙে পড়েন। তিনি আর কিছুই বলতে পারেননি।
গতকাল(সোমবার) ৬টা ১৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নায়করাজ রাজ্জাক। তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর বিকেলে রাজ্জাকের শারীরিক অবস্থা খারাপ হয়। এরপর তাকে ইউনাইটেড হাসপাতালে আনা হলে চিকিৎসক ডা. মোমেনুজ্জামান জানান- রাজ্জাকের পালস ও প্রেসার পাওয়া যাচ্ছিল না। তারপর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বর্তমানে রাজ্জাকের মরদেহ ইউনাইটেড হসপিটালের হিমঘরে রাখা হয়েছে। মঙ্গলবার বাদ জোহর তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে গুলশানের আজাদ মসজিদে। দাফন কিংবা এফডিসিতে কখন জানাজা হবে তা এখনও জানা যায়নি।