খেলাধুলা > রিপোর্ট :নুরে আলামিন বাপ্পী
বিপিএল এর প্রথম ও দ্বিতীয় ম্যাচ পরিত্যাক্ত হয়েছে।।সকাল থেকেই মিরপুরে গুড়ি গুড়ি বৃষ্টি চলছিল।।মাঝে বৃষ্টি একটু থেমেছিল।।তখন প্রথম ম্যাচের টস হয়।।টসে জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান রাজশাহীর অধিনায়ক সামি।।কিন্তু এতটুকুই,,এর পরই শুরু হয় বৃষ্টি।। পরে ম্যাচ রেফারি ম্যাচটিকে পরিত্যাক্ত ঘোষনা করেন।।উভয় দলই ১ পয়েন্ট করে পাবে।।আর এর পরের ম্যাচে টস করাও সম্ভব হয়নি।।এক্ষেত্রে রংপুর এবং খুলনা দুই দলই ১ পয়েন্ট করে পাবে।।
(Visited ১ times, ১ visits today)