আসাদুজ্জামান :::
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জনপ্রিয় হয়ে উঠেছে বরিশালের অনলাইন নিউজ পোর্টাল গুলো। বরিশালের প্রত্যন্ত অঞ্চলের ঘটে যাওয়া ঘটনার ছবি ও সংবাদ গুলো তাৎক্ষনিক ভাবে তুলে ধরেন তারা । বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দৈনিক পত্রিকার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টাল গুলো পাঠকদের অন্তরে জায়গা করে নিয়েছে । বরিশালের শিক্ষিত তরুন সাংবাদিকরাই এই জনপ্রিয় অনলাইন গুলোর প্রকাশক ও সম্পাদক। একঝাক তরুন সাংবাদিকরা সততার সাথে কাজ করে যাচ্ছে । যা প্রসংসার দাবীদার । বরিশাল রিপোটর্স ইউনিটির সভাপতি ও চ্যানেল 9 টিভি র বরিশাল ব্যুরো নজরুল বিশ্বাস পরিচালিত অনলাইন বরিশাল নিউজ ২৪ মোয়াজ্জেম হোসেন চুন্নু ভাইর আমাদের বরিশাল । নাসিমুল হকের জাগো বরিশাল. মামুন অর রশিদ এর বরিশাল বানী. রাইসুল ইসলাম অভির বরিশাল নিউজ. সৈয়দ মেহেদী হাসানের বরিশাল ট্রিবিউন. খন্দকার রাকিব এর ক্রাইম নিউজ. হাসিবুল ইসলামের বরিশাল টাইমস. সাইদ পান্থর রিপোর্ট ৭১. সাইদ বারীর বরিশাল লাইভ. মজিবর রহমান নাহিদের প্রিয় টাইমস . মোহনা টিভির শামীম আহসানের বিডি বার্তা .
নিয়াজ মোঃ এর দৈনিক একাত্তোর . । বরিশাল জার্নাল. মাসুদ রানার সময়ের আলো . জহির রায়হানের বরিশাল সংবাদ. মামুন ভাইর আবডেট নিউজ. ফেরদাউস এর সময়ের কন্ঠস্বর ও জাকারিয়া আলম দিপুর আর্থ টাইমস ২৪ ও অলটাইম বিডি নিউজ ২৪ অনলাইন সহ আরো জনপ্রিয় ১০/১৫ টি অনলাইন। যে কোনটিতে ক্লিক করলেই মোবাইল দিয়েই তাৎক্ষনিক পাঠকগন জানতে পারেন তাজা খবরগুলো। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠক প্রিয়তা অর্জন করায় অনলাইন নিউজ পোর্টালের সকল সম্পাক প্রকাশক ও সাংবাদিকদের ধন্যবাদ। আরো এগিয়ে যান দুর্বার গতিতে পাঠক আছে আপনাদের সাথে। তরুনদের সব ভালো কাজের সাথে থাকবো সহযোদ্ধা হিসাবে।
লেখকঃ বার্তা সম্পাদক, দৈনিক দখিনের মুখ।