কবিঃ শামীম হোসেন জয় :::
::::::::::::::::::::::
তোরা আমার গোরস্থানে
দিসনা গাছের ফুল,
পারলে একটু দোয়া করিস
ওসব করা ভুল।
শ্রদ্ধাঞ্জালী ফুলের মালা
হয় নারে কবুল।।
:
সান্তানেরই চোখের পানি
জমিনে পরার আগে,
কি চাও তুমি ওহে মানব
মাওলা বলে জেগে।
সভা সেমিনার মিছিল মিঠিং
করিস না এক চুল।
:
দোয়া মাহফিল খতমে কোরআন
সেটাও বেশি নয়,
ইয়াতিম মিস্কিন খুসি করলে
আমার মাওলা খুসি হয়।
দোয়া করো তার দরবারে
হয়ে জিকিরে মসগুল।।
(Visited ১৪ times, ১ visits today)