টাইগারদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ১১ বছর পর বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শুক্রবার রাত পৌঁনে ১১টায় এসকিউ ৪৪৬ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ৩২ সদস্যের অস্ট্রেলিয়া ক্রিকেট দল। অজি দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান মেজর হোসেন ইমামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর অস্ট্রেলিয়ার পক্ষ থেকে উপস্থিত ছিলেন গত ১৫ আগস্ট ঢাকা আসা অগ্রবর্তী দলের দুই সদস্য। স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টেস্ট খেলতে আসা সফরকারী অস্ট্রেলিয়া আগামী ২২ ও ২৩ আগস্ট দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে সিরিজে যাত্রা শুরু করবে। ২৭-৩১ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে সিরিজের প্রথম টেস্টে। আর ৪-৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।