মোঃ ফেরদাউছ সিকদারঃ
বরিশালের বিখ্যাত ও জনপ্রিয় ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট মিলন মন্ডলের ৪০ তম জন্মদিন আজ ১৭ আগষ্ট। বরিশালের এই বিখ্যাত ও জনপ্রিয় ইঞ্জিনিয়ার মিলন মন্ডলের জন্ম ১৯৭৭ সালের ১৭ই আগষ্ট বরিশালের মাটিতে। আকাশচুম্বী সব ভবনের পরিকল্পনাবিদ ও ডিজাইনার হিসেবে তাকে বরিশালের সবাই পছন্দ করেন এবং কাজের দক্ষতায় তাকে সবাই বিখ্যাত ও জনপ্রিয় ইঞ্জিনিয়ার হিসেবেই চিনেন। এখানেই শেষ নয় ইঞ্জিনিয়ার মিলন মন্ডল গ্রাহকদের চাহিদা মতে স্বপ্নের বিল্ডিং এর ডিজাইন অসংখ্য গড়ে তুলেছেন। বরিশালের মধ্যে তার হাতে করা বিল্ডিং এর ডিজাইনের অন্যতম (হোটেল এরিনা) নামের একটি বড় ভবন। বিভিন্ন প্রজেক্টে রয়েছে তার সুন্দর নিপুন হাতের বিল্ডিং এর কারিগরি। যা সহজেই নজরকারে গ্রাহকদের। তিনি বুয়েট থেকে পড়াশোনা করেছেন। বর্তমানে বরিশালে গড়ে তোলেন বিল্ডিং ডিজাইন সিস্টেম নামের একটি কনসালটেন্সি ফার্ম। যেখানে কর্মও হয়েছেন বরিশালের স্থানীয়সহ বিভিন্ন জেলার সাধারণ মানুষ ও সিভিল ইঞ্জিনিয়ার কর্মকর্তাদের। এ যাবৎ তিনি বেশকিছু দৃষ্টিনন্দন স্থাপনা তৈরি করেছেন। বিভিন্ন আর্কিটেকচার ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তিনি বরিশালবাসীর কাছে দোয়া চেয়েছেন। সে এভাবেই সৎ ও নিষ্ঠাবান হয়ে সবার মাঝে বেঁচে থাকতে পারেন।