বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, খাদ্যে ভেজালমুক্ত সমাজ গড়বে বসুন্ধরা গ্রুপ। কিছু ব্যবসায়ী খাদ্য নিয়ে রাজনীতি করেন।
সুযোগ পেলেই তারা খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেন। বসুন্ধরা গ্রুপ এই খাদ্য রাজনীতি থেকে দেশের মানুষকে মুক্ত করবে। গতকাল সন্ধ্যায় বসুন্ধরা স্ন্যাকস্ লাইন পণ্যের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি। ‘নিউট্রিশান ফর হেলদি লাইফ’ স্লোগান নিয়ে বসুন্ধরা গ্রুপের এই নতুন পণ্য বাজারজাত শুরু হলো। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় স্ন্যাকস্ লাইন পণ্যের উদ্বোধন উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বসুন্ধরার এই স্ন্যাকস্ পণ্যের মধ্যে রয়েছে জনপ্রিয় আইটেম ইনস্ট্যান্ট নুডলস, স্টিক নুডলস, পাস্তা, স্যুপ ও চিপস। শিগগিরই ধারাবাহিকভাবে আরও বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসুন্ধরা ভোক্তার দোরগোড়ায় পৌঁছবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়। অতিথিরা কেক কেটে স্ন্যাকস্ লাইন পণ্যের উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনকালে আহমেদ আকবর সোবহান আরও বলেন, ব্যবসায়ীদের কারণেই দেশে চালের সংকট দেখা দিয়েছে। এই ব্যবসায়ীরা খাদ্য গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করেন। চাল সংকটের জন্য মিল মালিকরাই দায়ী। এক শ্রেণির ব্যবসায়ী কসাইয়ের মতো আচরণ করেন। তারা টাকা ছাড়া কিছুই বোঝেন না। ঈদের সময় তারা চিনির দাম বাড়িয়ে দেন। কিছু ব্যবসায়ী সুযোগ পেলেই খাদ্যপণ্যের দাম বাড়িয়ে দেন। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আরও বলেন, সারা দেশের বন্যা পরিস্থিতির কারণে পণ্য পরিবহনে সমস্যার সৃষ্টি হচ্ছে। পরিবহনে খরচ বেশি হচ্ছে। কিন্তু বসুন্ধরা গ্রুপ তাদের কোনো পণ্যের দাম বাড়ায়নি। বসুন্ধরা গ্রুপ যেসব সেক্টরে প্রবেশ করেছে সেখানেই প্রথম স্থান দখল করেছে। কাগজ ও সিমেন্ট শিল্পেও বসুন্ধরার অবস্থান প্রথম। পণ্যের মানের ক্ষেত্রেও বসুন্ধরা আপসহীন। এজন্য বাজারেও বসুন্ধরা পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বসুন্ধরা এলপি গ্যাস বাজারে মানের ক্ষেত্রে অপ্রতিদ্বন্দ্বী। অথচ বাজারে সবচেয়ে সাশ্রয়ী হচ্ছে বসুন্ধরা গ্রুপের পণ্য। দুর্নীতির বিরুদ্ধেও বসুন্ধরা গ্রুপ আপসহীন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফবিআইএল ও বিএমএফের সিএমও রশিদুল আহসান, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানসহ বসুন্ধরার ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শিশু-কিশোরদের ফ্যাশন শো, বিখ্যাত শিল্পীদের পরিবেশনা এবং গ্র্যান্ড ডিনারের আয়োজন করা হয়।