আজ ১৫ আগষ্ট ২০১৭ মঙ্গলবার সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন, বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে মসজিদ ভিত্তিক মক্তবের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্বিরাত ও হামদ-না’ত, গজল প্রতিযোগিতা এবং আলোচনা সভা, মিলাদ-কিয়াম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ২৪ নং ওয়ার্ড সহ নগরীর সবগুলো ওয়ার্ডে। ২৪ নং ওয়ার্ডের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহীদ আব্দুল লতিফ খান সড়কের সিকদার বাড়ী বাইতুন নূর জামে মসজিদে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি জনাব তোফায়েল আহাম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ সমাজকর্মী ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব কাজী সাইফুল ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব নাসির উদ্দীন। মসজীদ ভিত্তিক মক্তব প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুল মালেক দীনার, পেশ ইমাম, দক্ষিণ রুপাতলী মনতাজ উদ্দীন বাইতুল আমান জামে মসজিদ। হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, ইমাম ও খতীব, হযরত আবু বকর ছিদ্দিক (রা) জামে মসজিদ। মাওলানা মোঃ আব্দুল কাদের, ছানী ইমাম, সিকদার বাড়ী বাইতুন নূর জামে মসজিদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোঃ ফোরকান মাহমুদ এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা মোঃ আবুল খায়ের।
ফটোগ্যালারী: