বৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বলের আঘাতে পাকিস্তানি ক্রিকেটারের মৃত্যু

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ১৭, ২০১৭ ২:৪৩ পূর্বাহ্ণ

পাকিস্তানের মারদান শহরে বইছে শোকের মাতম। ভয়াবহ বাউন্সারের আঘাতে মারা গেছেন ক্রিকেটার জুবায়ের আহমেদ।

জানা যায়, বলের আঘাতে মাথায় মারাত্মক জখম হয়ে তার মৃত্যু হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার মারফত এ দুঃসংবাদ জানিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার এক টুইট বার্তায় জোবাইরের মৃত্যুর খবর নিশ্চিত করেন। পিসিবির বার্তায় বলা হয়েছে, পাকিস্তানের ব্যাটম্যান জোবাইর আহমেদ মৃত্যুবরণ করেছেন। মারদানে খেলার সময় তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন। এ ঘটনায় পিসিবির পক্ষ থেকে জোবাইরের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

জানা যায়, গত সোমবার একটি ঘরোয়া ক্রিকেট খেলার সময় মাথায় বল লাগলে জোবাইর গুরুতর আহত হন। চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি মারা যান। কোয়েটা বিয়ার্সের হয়ে ৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন মার্দানের এ তরুণ ব্যাটসম্যান। জোবাইরের মৃত্যুর পর ক্রিকেটারদের খেলার সময় হেলমেট ব্যবহার করার প্রতি বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানানো হয়েছে।

(Visited ২৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি