কক্সবাজার প্রতিনিধি :
জেলার টেকনাফের নাফ নদীর ২টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সময়ে এসব নৌকা ফেরত পাঠানো হয়।
এসব নৌকায় আনুমানিক আড়াই শতাধিক রোহিঙ্গা ছিল বলে ধারণা করছে বিজিবি। এ হিসেবে প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালালে বিজিবির টহল দল নৌকাগুলোকে সীমান্তের শূন্যরেখা থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়।
রোহিংগা অনুপ্রবেশ বন্ধে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কড়া প্রহরা দিচ্ছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
(Visited ৯ times, ১ visits today)