সুপার কোপা ডি এস্পানার (স্প্যানিশ সুপার কাপ) প্রথম লেগে ন্যু ক্যাম্পে গিয়ে ৩-১ গোলে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। তবে, সঙ্গে করে একরাশ হতাশা নিয়েও ফিরতে হয়েছে তাদের। কারণ, ম্যাচের একেবারে শেষ দিকে এসে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল সুপার স্টার ক্রিশ্চিয়ানো রোনালদোকে।
তবে মাঠ ত্যাগ করার সময় তিনি যে অপরাধ করেছিলেন, সে জন্য কঠোর শাস্তিই অপেক্ষা করছিল রোনালদোর সামনে। বলা হচ্ছিল ৪ থেকে ১২ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন তিনি। শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করলো স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
কি করেছিলেন রোনালদো? কেন এতবড় শাস্তি দেয়া হলো তাকে? লাল কার্ড দেখার পর রেগে গিয়েছিলেন সিআর সেভেন। যে কারণে রেফারি রিকার্ডো ডি বার্গোজ বেনগোয়েতজাকে পেছন থেকে মৃদু ধাক্কা মারেন তিনি। এ অপরাধেই পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়ে গেলেন রিয়ালের পর্তুগিজ সুপারস্টার।