এল ক্ল্যাসিকো নিয়ে বুঁদ হয়ে রয়েছে ফুটবল বিশ্ব। ঠিক এল ক্ল্যাসিকোয় কী আর সবার মন আছে। ফুটবল প্রেমিদের যে দৃষ্টি প্যারিসেও সরিয়ে নিয়ে গেছেন নেইমার! ২২২ মিলিয়ন ইউরোয় ফরাসি ক্লাব পিএসজিতে নাম লেখানোর পর আজই যে নিজ দলের হয়ে অভিষেক হবে নেইমারের! বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে ম্যাচটি। ২টায় শুরু হবে রিয়াল-বার্সা এল ক্ল্যাসিকো।
ট্রান্সফার জটিলতার কারণে নিজেদের প্রথম ম্যাচে এমিয়েন্সের বিপক্ষে মাঠে নামতে পারেননি নেইমার। তবে সব বাধা দুর হয়ে যাওয়ার পর শনিবারই নিশ্চিত হওয়া গেছে, নেইমারের মাঠে নামতে আর কোনো সমস্যা নেই। সুপারস্টারকে তাই আর বসিয়ে রাখা কেন। কোচ উনাই এমেরি ঘোষণা দিয়ে দিলেন গুইনগ্যাম্পের বিপক্ষে আজ খেলবেন নেইমার।
কোচ উনাই এমেরি ঘোষণা দিয়েই জানিয়েছেন, নেইমারকে একাদশে রাখছেন তারা। এমেরি বলেন, ‘আমরা সবাই চাই যত দ্রুত সম্ভব তাকে সেরা একাদশে রেখেই দল ঘোষণা করতে। অনুশীলনে দুর্দান্ত সে। এবার মাঠেও নামাতে চাই।’