বছর দুয়েক আগে পালেরমো থেকে জুভেন্তাসে পাড়ি জমান পাওলো দিবালা। ইতালিয়ান জায়ান্ট ক্লাবটিতে নিজের অবস্থান বেশ শক্ত করে ফেলেছেন। দলটির আক্রমণভাগের অন্যতম ভরসা তিনি।
এবার একটি স্বপ্নপূরণ হলো দিবালার। জুভেন্তাসের ‘১০ নম্বর’ জার্সি পেয়েছেন তিনি। দুর্দান্ত পারফর্ম করার ফলই পেয়েছেন এই আর্জেন্টাইন। আগের মৌসুমে ২১ নম্বর জার্সি পরে খেলেছিলেন দিবালা।
জুভদের ১০ নম্বর জার্সি পরা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন দিবালা। লিখেছেন, ‘১০ নম্বর জার্সিটা বিশেষ কিছু। এটা পরতে পারাটা সম্মানের ব্যাপার। অনেক বড় দায়িত্বও। জুভেন্তাসের মতো গ্রেট ক্লাবের ইতিহাস বয়ে বেড়ানো। জুভেন্তাসের অনেক চ্যাম্পিয়ন ফুটবলাররা এই জার্সি পরে খেলতেন। বিশেষ করে, আলেসান্দ্রো পিরলো, কার্লোস তেভেজ, রবার্তো বাজ্জিও, মিশেল প্লাতিনি, ওমর সিভোরি ও পল পগবারা এই জার্সি গায়ে জড়িয়েছিলেন।’
‘আজ দশ নম্বর জার্সি পাওয়ায় আমার স্বপ্নপূরণ হলো। শুধু শৈশবের স্বপ্নই পূরণ হয়নি, পাশাপাশি প্রত্যেকটি ম্যাচ, প্রতিযোগিতা ও শিরোপা জয়ের দায়বদ্ধতাও বেড়ে গেল।’- যোগ করেন দিবালা।