নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাটে আবারো ভয়াবহ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। গত ৭ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে শুরু হয় ভাঙ্গন। ভাঙ্গনে কবলে পরে নদী গর্ভে বিলিন হয়েছে প্রায় ২৬টি ব্যবসা প্রতিষ্ঠান। সংবাদ পেয়ে গতকাল বিকেল ৫ টায় ভাঙ্গন কবলিত এলাকা পরির্দশনে যান বরিশালের নবাগত জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান। এসময় তিনি বলেন, আমি দ্রুত উর্ধতন মহলে চিঠি দিচ্ছি। এবং ভাঙ্গন স্থায়ী ভাবে রোধ করার জন্য চেষ্টা চালিয়ে যাব। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাক সার্বিক মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আহসান হাবিব, চরকাউয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আল আমিন, ইউপি সদস্য মোঃ সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ।
(Visited ১৮ times, ১ visits today)