রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
সাকিবের সঙ্গে পাঁচ বছরের বন্ধন অটুট রেখেছে কলকাতা।।২০১৭ সালের ১০ম আইপিএলের জন্য সাকিবকে দলে রেখে দিয়েছে কলকাতা।। ২০১১ সালে সাকিবের আইপিএল অভিষেক কলকাতা দিয়েই।।এরপর থেকে কলকাতাতেই খেলেছেন তিনি।। কলকাতার হয়ে ৪২টি ম্যাচে ২১.৬০ গড়ে করেছেন ৪৯৭ রান।।বল হাতেও দারুন করেছেন।। ২৪.৮৮ গড়ে নিয়েছেন ৪৩ উইকেট।।
(Visited ৮ times, ১ visits today)