বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারিসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (০৬ আগস্ট) বেলা ২ টারদিকে তাদের নগরীর আমতলা মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- বরিশাল মহানগর জামায়াতের সেক্রেটারি জহির উদ্দিন বাবর, নায়েবে আমীর বজলুর রহমান বাচ্চু এবং জামায়াত নেতা সাইদুর রহমান কাঞ্চন।
তাদের বিরুদ্ধে বিগত সময়ে পুলিশের দায়ের করা নাশকতার একাধিক মামলা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ওসি শাহ আওলাদ হোসেন জানিয়েছেন- তাদের গ্রেপ্তারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।”
(Visited ১৪ times, ১ visits today)