রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ওয়ানডে সিরিজ খেলবে।। ২৬,,২৯ ও ৩১ ডিসেম্বর যথাক্রমে ৩ টি ওয়ানডে ম্যাচ খেলবে তারা।। বাংলাদেশ সময় ভোররাত ৪ টায় শুরু হবে খেলা।। এরপর আছে টি২০ সিরিজ সেখানেও ৩ টি ম্যাচ খেলবে বাংলাদেশ।।৩,,৬ ও ৮ জানুয়ারি এই ম্যাচ তিনটি অনুষ্টিত হবে।।এই খেলাগুলি শুরু হবে সকাল ৮ টায়।। এরপর আছে টেষ্ট সিরিজ।।সেখানে ২টি টেষ্ট খেলবে বাংলাদেশ।।১২ থেকে ১৬ জানুয়ারি হবে প্রথম টেষ্ট।।২য় টি হবে ২০ থেকে ২৪ জানুয়ারি।।দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৪ টায়।।
(Visited ১৫ times, ১ visits today)