মোঃ ফেরদাউছ সিকদার।।
জাতীয়তাবাদী যুবদল বরিশাল জেলা শাখার উদ্যোগে গতকাল বরিশাল বিএনপির কার্যালয়ে বরিশাল জেলা যুবদলের সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লব- এর সভাপতিত্বে জেলা যুবদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাধারণ সম্মাদক এ্যাড. এইচ এম তসলিশ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. হাফিজ আহমেদ বাবলু, সিনিয়র সহ-সভাপতি মামুন জেলা খান, যুগ্ম সাধারন সম্পাদক মাওলা রাব্বি শামিম। সভায় সর্বসম্মতিক্রমে আগষ্ট মাসকে সাংগঠনিক মাস হিসেবে গুহন করে মাসব্যাপি সকল উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দের সাথে দলীয়কার্যালয়ে মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়। ১৭ আগষ্ট বৃহস্পতিবার সদর থানা বিকাল ৩টায়, ১৮ আগষ্ট শুক্রবার বানারী থানা সকাল ১০টায় , ১৮ আগষ্ট শুক্রবার পানারীপাড়া পৌর বিকাল ৩টায়, ১৯ আগষ্ট শনিবার বাকেরগঞ্জ থানা সকাল ১০টায়, ১৯ আগষ্ট শনিবার বাকেরগঞ্জ পৌর বিকাল ৩টায়, ২০ আগষ্ট রবিবার উজিরপুর থানা বিকাল ৩টায়, ২০ আগষ্ট রবিবার উজিরপুর পৌর সন্ধ্যা ৭:৩০ ও সোমবার বাবুগঞ্জ থানা বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।