রিপোর্ট-নুরে আলামিন বাপ্পী.
তুরস্কে এক বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন সৈন্য নিহত হয়েছে।। আহত হয়েছে প্রায় ৪৮ জন।। কাসেরি শহরের একটি বিশ্ববিদ্যালয়ের কাছে সামরিক বাহিনীর সৈন্যদের বহনকারী একটি বাসের ওপর হামলা চালানো হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।।ধারনা করা হচ্ছে গাড়ি-বোমার সাহায্যে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।। সূত্র::বিবিসি
(Visited ২ times, ১ visits today)