রির্পোট::নুরে আলামিন বাপ্পী
- ..
প্রয়াত চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমেদ কে উৎসর্গ করে একজন অচেনা ডিরেক্টরের ভিন্ন ধারার গল্পে নির্মিত হয়েছে ভিডিও ফিকশন সাইলেন্ট মেকার। হাবিবুর রহমান অন্তর এর পরিচালনায় এই ভিডিও ফিকশনটিতে দেখা যাবে পতিবন্ধকতার শিকার একজন নির্মাতাকে।সমাজের নানা উপহাস সহ নীতিবাচক বিভিন্ন দিক গল্পটিতে দারুন ভাবে তুলে ধরা হয়েছে। ভিডিও ফিকশনটিতে অভিনয় করতে দেখা যাবে তরুন কিছু অভিনেতা/ অভিনেত্রীকে এদের মধ্যে আছেন অপেক্ষামান শুভ,নুসরাত তানহা, তৌসিবুল, নাদিয়া সহ আরও অনেককে
ভিডিও ফিকশনটির চিত্রগ্রহন করেছেন নবআগত শুভ মহিঊদ্দিন।
খুব দ্রুতই ভিডিওটি দেখতে পাবেন ল্যাম্প ইন্টারটেইনমেন্ট বি ডি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
টিজার লিংক
- https://www.youtube.com/watch?v=iUodJ9ULjdE
(Visited ৬৭ times, ১ visits today)