বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। বুধবার সকালে নগরীর পুলিশ লাইনসের ইন সার্ভিস সেন্টারে এ মতবিনিময় সভা হয়। সভায় নবনিযুক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বরিশালে আমার প্রধান লক্ষ্য মাদক এবং ইভটিজিং প্রতিরোধে কাজ করা। কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি এ জেলায় এ দুটি অপরাধের মাত্রা বেশি। তিনি বলেন, জেলার কোনো পুলিশ কর্মকর্তা যদি অপরাধের সঙ্গে জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। এতে আমি সাংবাদিকদের সহায়তা চাই। সাংবাদিকদের সঙ্গে নিয়েই অপরাধ দমন করতে চাই বরিশালে। মতবিনিময় সভায় সাংবাদিকরাও বিভিন্ন মতামত তুলে ধরেন পুলিশ সুপারের কাছে। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ রহমান, অতিরিক্ত পুলিশ সুপার হুমাউন কবির সহ বরিশালের বিভিন্ন সাংবাদিকবৃন্দ।