রির্পোট: আনমোনা মেহেদী.
নাগরিক সাংবাদিক, পিপিপি, পটুয়াখালী.
নিরাপদ সড়ক চাই – জীবনের নিরাপত্তা চাই’ এই শ্লোগানে মুখরিত পটুয়াখালী।
আমরা ছবিতে যে সড়কটি দেখতে পাচ্ছি এটি পটুয়াখালীর একটি গুরুত্বপূর্ণ সড়ক,এই সড়ক ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন।
এই সড়কের দক্ষিণ দিকে পটুয়াখালী সরকারি কলেজ এবং উত্তর দিকে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ,পটুয়াখালী সরকারি জুবলী উচ্চ বিদ্যালয়,লতিফ মিউনিসিপ্যাল সেমিনারী ও পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
কিন্তু সকলেরই কষ্ট হচ্ছে এই সড়ক দিয়ে চলাফেরা করতে।
পথচারিদের দাবি – এই রাস্তা দিয়ে অটো রিস্কায় চলাফেরা করা যায় না প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা এবং একটু বৃষ্টিতেই ডুবে যায় সড়কটি।
চালকরা জানায় – এই রাস্তাটি প্রায় এক বছর যাবত এই রকম তাদের এই রাস্তা দিয়ে যানবাহন চালাতে বিভিন্ন অসুবিধা হয়,ভাঙ্গা রাস্তা তার মধ্যে আবার মাঝে মাঝে গর্ত ইত্যাদি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে চালকদের।
>পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়ের কাছে সর্ব সাধারণের দাবি এই সড়কটি যেন দ্রুত সংস্কার করে দেওয়া হয়।