পিরোজপুর প্রতিনিধি : বাবা মরহুম আফতাব উদ্দিন আহম্মেদ এবং মা শাহিদা বেগমের পায়ের কাছে চিরনিদ্রায় শায়িত হলেন মহান মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সুন্দরবন সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহম্মেদ।
মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে জন্মস্থান পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কস্থ নিজ বাসভবনে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল মরহুম মেজর জিয়াকে সশস্ত্র সালাম প্রদান করেন। এর আগে সকাল ১০টায় মরদেহ তাঁর প্রতিষ্ঠিত আফতাব উদ্দিন কলেজে নেওয়া হয়। সেখানে কলেজের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মেজর জিয়ার মরদেহ আনা হয়। সেখানে নাগরিক কমিটির উদ্যোগে সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক মেজর জিয়াকে শেষ শ্রদ্ধা জানান।
জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মজিবুর রহমান খালেক, আইনজীবী সমিতি, পিরোজপুর প্রেস ক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, জেলা ক্রীড়া সংস্থা, জাসদ, ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান মেজর জিয়াকে শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে পিরোজপুর সরকারী বালক বিদ্যালয় মাঠে মেজর জিয়াউদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজা ময়দানে শোকার্ত মানুষের ঢল নামে। বিকেল পৌঁনে ৬টায় ঢাকা থেকে তাঁর মরদেহ পিরোজপুরে পৌঁছে। জানাজায় মন্ত্রী, সংসদ সদস্য, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ দক্ষিণাঞ্চলের মরহুমের সহযোদ্ধা মুক্তিবাহিনীর সদস্য এবং বরিশাল ও খুলনা বিভাগ ও গোপালগঞ্জের অগণিত মানুষ অংশ নেন।
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বাগেরহাটের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সদস্য সচিব বঙ্গবন্ধু পরিবারের সদস্য শেখ হাফিজুর রহমান টোকন, পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম মিয়া, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক, সদর উপজেলা চেয়ারম্যান মো. মুজিবুর রহমান খালেক, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল প্রমুখ অংশ নেন।
জানাজার আগে জেলা পুলিশের একটি চৌকস দল এই মহান মুক্তিযোদ্ধা কমাণ্ডারকে গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ ও ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ পুষ্পার্ঘ অর্পণ করে এই বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা জানান।
পাড়েরহাট জামে মসজিদের ইমাম মাওলানা মো. আলী আকবর নামাজে জানাজায় ইমামতি করেন। জানাজার আগে পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক ও মরহুমের ছোট ভাই কামাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। এ সময় তাদের পাশে মরহুমের বড় ভাই সালাউদ্দিন আহমেদ, ছেলে অনিরুদ্ধ ও অভিক উপস্থিত ছিলেন।