পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে চার বছরের এক শিশুকে ফুসলিয়ে নিয়ে পাশবিক নির্যাতনের ঘটনায় এনামুল হোসেন (১৫) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
শিশুটির পরিবার ও পুলিশসূত্রে জানা গেছে, উপজেলার মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামে সোমবার দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল শিশুটি। এ সময় প্রতিবেশী আব্দুল করিমের বখাটে ছেলে এনামুল শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশে একটি বাগানে নিয়ে পাশবিক নির্যাতন করে পালিয়ে যায়। শিশুটির চিৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শিশুটিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার সকালে চাটমোহর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এনামুলের বিরুদ্ধে মামলা করেন।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আহসান হাবীব জানান, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রাথমিকভাবে পাশবিক নির্যাতনের সত্যতা মিলেছে। অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।