ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে কড়া শাস্তির ব্যবস্থা নিয়ে আইন করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার।
সূত্রের খবর অনুযায়ী, নতুন আইনের খসড়া নিয়ে প্রশাসনিক মহলে আলোচনা চলছে। নতুন এই আইনের খসড়ায় ধর্মীয় উস্কানিমূলক গুজব ছড়ালে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। এই ধরনের পোস্ট থেকে দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হলে বা দাঙ্গা বাধলে কিংবা গুজবের জেরে কোনো ব্যক্তির মৃত্যু হলে, যাবজ্জীবন জেলেই কাটাতে হবে উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় গুজব নিয়ে অতীতে অনেকবারই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি বসিরহাটের এক কলেজছাত্রের ভুয়া পোস্টকে কেন্দ্র করে বাদুড়িয়ায় গোষ্ঠী সংঘর্ষ বেধে যায়। অভিযুক্ত ছাত্রকে পরে গ্রেফতারও করা হয়। এছাড়া, বিজেপি’র এক নেত্রীর বিরুদ্ধে ভোজপুরী ছবির একটি দৃশ্য বসিরহাটের ঘটনার ছবি হিসেবে পোস্ট করার অভিযোগও উঠেছিল।