রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
বরিশাল জেলা প্রশাসন পরিচালিত ফেজবুক গ্রপ ‘Barisal – Problem & Prospect বরিশাল – সমস্যা ও সম্ভাবনা’ এর সিটিজেন জার্নালিষ্টদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ, শপথ গ্রহন ও পরিচয় পত্র প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ষ্টেডিয়াম এর ভিআইপি গ্যালারীতে অনুষ্ঠান শুরু হয়।সকাল ১১ থেকে১২টা পর্যন্ত সিটিজেন জানালিষ্টবৃন্দের নিবন্ধন ও দুপুর ১২টার দিকে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।এসময় বরিশাল জেলা প্রশাসক বিভিন্ন প্রশ্নের উওর দেন।দুপুর ২টার সময় সিটিজেন জার্নালিষ্টদের শপথ পড়ান জেলা প্রশাসক ড.গাজী মো: সাইফুজ্জামান।শপথ শেষে ১ম ব্যাচের সিটিজেন জার্নালিষ্টদের মাঝে কার্ড বিতারন ও টাঙ্গাইলে লৌহজং নদী উদ্ধারে অংশ গ্রহনকৃত সিটিজেন জার্নালিষ্টদের মাঝে শুভেচ্ছা বার্তা দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ড.গাজী মো: সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল কালাম আজাদ, অতি: জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবীব, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট জাকির হোসেন,এনডিসি সুখময় সরকার,গ্রুপের এডমিন দিপু হাফিজুর রহমান,বিপিপির সিটিজেন জানালিষ্টবৃন্দ, সহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে বরিশাল জেলা প্রশাসক ও বরিশাল সিটি কর্পোরেশন মধ্যে এক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।