রবিবার , ৩০ জুলাই ২০১৭ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ৩০, ২০১৭ ১:৪৩ পূর্বাহ্ণ

মাঝে কয়েকদিনের টানা বৃষ্টিতে ঢাকা মহানগরের বড় অংশ ডুবে গিয়েছিল পানিতে। জলাবদ্ধতার কারণে কি নিদারুণ কষ্টই না পোহাতে হয়েছে নগরবাসীকে। বৃষ্টি বন্ধ হওয়ার পর ঢাকার জলাবদ্ধতার কিছুটা উন্নতি হলেও এখনও পানির নিচে নারায়গঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এবং এর প্রবেশ পথ ও মাঠের পাশের আউটার স্টেডিয়াম।

পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ থাকার কারণেই এই অবস্থা। এবারও গত কয়েক দিনের অবিরাম বর্ষণে অবস্থা আরও শোচনীয়। স্টেডিয়ামের প্রবেশ পথ থেকে শুরু করে আউটার স্টেডিয়ামের পুরো এলাকা পানির নিচে।

এ মাঠে নিকট ভবিষ্যতে কোন খেলার জন্য সূচি নির্ধারিত না থাকলে সমস্যা ছিল না; কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র দু’দিনের প্রস্তুতি ম্যাচটি যে ওই মাঠেই অনুষ্ঠিত হওয়ার কথা! দিন ক্ষণের হিসেব কষলে আর মাত্র তিন সপ্তাহ। এরপরই ফতুল্লা স্টেডিয়ামে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে একমাত্র ওয়ার্মআপ ম্যাচ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে।

এখনো ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের ঠিক বাইরের বড় অংশ ডুবে আছে পানিতে। খুব সহসাই এ পানি সরে যাবে, সে সম্ভাবনাও নেই। প্রসঙ্গতঃ এবার প্রিমিয়ার লিগ চলার সময়ও অতি বৃষ্টিতে ফতুল্লা আউটার স্টেডিয়াম এবং এর মূল গেট থেকে ভিতরে ঢোকার পুরো পথ ঢুবে গিয়েছিল পানিতে। বৃষ্টির সাথে সুয়ারেজের পানি মিশে বিশ্রি ও উৎকট গন্ধে নাভিশ্বাস ওঠার জোগাড় হয়ে গিয়েছিল সবার।

 

 

আজ দুপুর গড়িয়ে বিকেল নামতেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এসেছিলেন বিসিবি গ্রাউন্ডস কমিটির প্রধান। সেখানে উপস্থিত সংবাদিকদের সাথে আলাপে তিনি খানিক সংশয় প্রকাশ করে বলেন, ‘ফতুল্লায় খেলা হবার সম্ভাবনা নেই, সেটা আমরা বলবো না। আমরা (বিসিবি) ও গণমাধ্যম- সবাই ওই মাঠ নিয়ে কথা বলছি। তবে কোথায় গিয়ে যেন কাজটা এগুচ্ছে না। জাতীয় ক্রীড়া পরিষদ অনেকবার মিটিং করেছে। বিসিবিও বহুবার চিঠি দিয়েছে; কিন্তু সে পর্যায়ের উন্নতি নেই।’

ফতুল্লা স্টেডিয়ামের মাঠের বর্তমান অবস্থা জানতে চাইলে হানিফ ভুঁইয়া বলেন, ‘ফতুল্লার এখন যা অবস্থা তাতে ম্যাচ আয়োজন কঠিন। আমি নিজে সেখানে গিয়েছি। বুয়েটের একটি পর্যবেক্ষক দল গেছে। যদিও ১৮ আগষ্ট পর্যন্ত সময় আছে। তবে ওই সময়ের মধ্যে মাঠ সম্পূর্ণ তৈরি করা এবং খেলা উপযোগি করে তোলা কঠিন। রীতিমত চ্যালেঞ্জিং হয়ে যাবে।’

কেন এগুচ্ছে না? ‘আমাদের বলা হচ্ছে অনেক বড় কাজ করতে হবে। মূল সমস্যা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের আউটফিল্ডে নয়। সমস্যা হচ্ছে মূল স্টেডিয়ামের প্রবেশ পথ দিয়ে মাঠে ঢোকার যে বড় এলাকা এবং আউট ফিল্ড- সেখানে বৃষ্টি হলেই পানি জমে যায়। সে পানি নিষ্কাশনের ভাল ব্যবস্থা নেই। এমনকি সুয়ারেজের পানিও ঢুকে যায়। সে পানি বেশি সময় থাকায় ভিতরে ঢুকে যাচ্ছে। এমনকি স্টেডিয়ামের পিচেও চলে যাচ্ছে। এই পানি জমে থাকার সমস্যা বিসিবির গ্রাউন্ডস কমিটি বা বোর্ডের পক্ষে সমাধান করা সম্ভব নয়।’

মাঠ নিয়ে হানিফ ভুইয়ার উপলব্ধি, ‘ফতুল্লা স্টেডিয়াম আমাদের না। মাঠের মালিক ক্রীড়া পরিষদ। তাদের একটা বড় ভূমিকা আছে। আমরা মাঠের রক্ষনাবেক্ষণ করলে অন্য কথা। আজকেও বলেছি, ফতুল্লা স্টেডিয়াম বিসিবির মাঠ হলে বলতাম, ১৮ আগস্টের মধ্যে খেলা উপযোগি করে তোলা সম্ভব। আমি একা নই, বিসিবির সর্বোচ্চ পর্যায় থেকে ক্রীড়া পরিষদের সাথে ফতুল্লা স্টেডিয়াম নিয়ে কথা হয়েছে। নতুন ক্রীড়া সচিব বিসিবি সভাপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকেও বিষয়টি জানানো হয়েছে। বিসিবি প্রধান বিষয়টি তুলে ধরেছেন। আমরা গত ছয় মাস ধরে চেষ্টা করছি, ফতুল্লা স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা ভাল করতে; কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।’

হানিফ ভুঁইয়ার শেষ কথা, ১৮ আগস্টের মধ্যে ফতুল্লা স্টেডিয়াম খেলা উপযোগি করা না গেলে বিকল্প মাঠে হবে প্রস্তুতি ম্যাচ। সেটা বিকেএসপি কিংবা শেরেবাংলা স্টেডিয়ামেও হতে পারে।

এদিকে মাঠের বাইরে জমে থাকা পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি থাকায় জমে গেছে এবং তা মূল স্টেডিয়ামের ভেতরেও ঢুকেছে। এ অবস্থায় আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে এ মাঠে দু’দিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত করা যাবে কি না? প্রশ্ন সবার।

বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভুঁইয়াও চিন্তিত। তারও মনে খানিক সংশয়- আদৌ এ মাঠে খেলা আয়োজন সম্ভব হবে কি না?

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

আজ বিপিপির এ্যাডমিন দীপু হাফিজুর রহমানের জন্মদিন ।।

বরিশালে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মানববন্ধন

কয়লা নিয়ে চলছে কয়লাবাজি ! আসলে সমস্যা কি রামপাল, না কয়লা?………………আর-এম।

বরিশালে পরকীয়া বাধা ও যৌতুক না দেয়ায় স্ত্রীকে অবরুদ্ধ করে রাখলো স্বামী

বরিশালে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির সদস্যদের পক্ষ থেকে জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে ২০ হাজার টাকা অনুদান প্রদান।

অতিরিক্ত ডিআইজি হলেন বিএমপি উপ-পুলিশ কমিশনার হাবিবুর রহমান

বছরের সর্বনিম্ন পর্যায়ে ব্রয়লার মুরগি ও ডিমের দাম

বরিশাল প্রেসক্লাবের সম্পাদকসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলা : কাঁঠালিয়া প্রেসক্লাবের নিন্দা

‘আল্লাহ ঘর হারাদের মুখে হাসি ফিরিয়ে পুনর্বাসিত করুক’

বরিশাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত