এ পর্যন্ত সৌদি আরব পোঁছেছেন ১৪ হাজার ৭শ’ ৫৩ জন হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ২ হাজার ৪শ’ ৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী রয়েছেন ১২ হাজার ২শ’ ৮৯ জন।
এ পর্যন্ত সৌদি আরবে পোঁছেছে এমন হজ ফ্লাইটের সংখ্যা ৪১টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২২টি। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সুত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য মতে, সৌদি আরবের আইটি হেল্পডেস্ক থেকে এ পর্যন্ত ৫০১ জন হজযাত্রীকে সহযোগিতা প্রদান করা হয়েছে। আর সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র থেকে প্রদত্ত চিকিৎসা সেবা দেয়া হয়েছে ২৭ জনকে।
উল্লেখ্য, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন। হজযাত্রীদের সৌদি আরব যাত্রার প্রথম ফ্লাইট পোঁছে ২৪ জুলাই। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২৮ আগস্ট। প্রথম ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্বর। হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর।এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হতে পারে ১ লা সেপ্টেম্বর।