পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করার পরই পদত্যাগ করেছেন তিনি। এই রায় ঘোষণার পর তৃতীয়বারের মেয়াদ শেষ হওয়ার আগেই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন নওয়াজ শরিফ।
সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরপরই বিরোধী দলের সমর্থকরা রাজপথে আনন্দ মিছিল করেছেন। তারা মিষ্টি বিতরণ করে এবং স্লোগান দিয়ে এই রায়ের পক্ষে সমর্থন জানিয়েছেন।
অপরদিকে, পাঞ্জাবে নওয়াজের সমর্থকরা বিক্ষোভ করেছেন। তারা টায়ারে আগুন ধরিয়ে এবং রাস্তা আটকে প্রতিবাদ জানিয়েছেন।
(Visited ৯ times, ১ visits today)