তাহসানের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবন গেল মে মাসে ডিভোর্স হয়ে গেছে মিথিলার। এরপর অনেকটা আড়ালে ছিলেন এই অভিনেত্রী। সব তিক্ততা কাটিয়ে মিথিলা অভিনয়ে ফিরেছেন।
নাট্য নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘ব্যাচ ২৭’ নাটকের সিক্যুয়ালে অভিনয় করছেন মিথিলা। তার সঙ্গে রয়েছেন অপূর্ব।
এবারের পর্বের নাম ‘ব্যাচ ২৭- দ্য লাস্ট পেইজ’। প্রথম কিস্তিতে অপর্ণা ঘোষ অভিনয় করলেও এ পর্বে তাদের সঙ্গে থাকছেন মেহজাবিন চৌধুরী। এবার থাকছেন মিথিলা।
গতকাল বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাটকটির দৃশ্যধারণ শুরু হয়ে। এমনটাই জানা গেছে।
বেশ কিছু সিকুয়েন্সের শুটিং করা হয়েছে বিমানের মধ্যে। ‘ব্যাচ ২৭- দ্য লাস্ট পেইজে’ অপূর্বকে পাইলটের চরিত্রে দেখা যাবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদুল আযহায় নাটকটি এনটিভিতে প্রচার হবে।
(Visited ৪০ times, ১ visits today)