ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তার সরকারি বাস ভবন ছেড়ে যে বাড়িতে উঠেছেন সেই বাড়ির ছবি নিয়ে এবারের অ্যালবাম।
-
ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি যে বাড়িতে এখন বাস করবেন সেই বাড়ির গেট।
-
এখনো প্রণব মুখার্জির বাস ভবনের সংস্কারের কাজ চলছে। পরিপাটি করে সাজানো এ বাস ভবনটি।
-
সবুজে সবুজে সাজানো প্রণব মুখার্জির নতুন বাস ভবনের লন। জানাগেছে, তার এই অবসর সময়ে আত্মজীবনী খিলবেন।
-
কাঠের আসবাবে মোড়া সুসজ্জিত পড়ার রুম। এখানে বসে তিনি বিভিন্ন বই পড়বেন ও লেখালেখি কাজ করবেন।
(Visited ২৪ times, ১ visits today)