পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ৪৭তম জন্মদিন উদযাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এভাবেই সাদামাটা জন্মদিন পালন করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সূত্র জানিয়েছে, প্রতিদিনের মতো আজও কর্মব্যস্ত দিন কাটিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এ দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গণভবনের দ্বিতীয় তলায় পরিবারের সদস্যদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন তিনি।
সূত্র জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সায়েমা হোসেন পুতুল, তার স্বামী খন্দকার মাশরুর হোসেন, সজীব ওয়াজেদ জয়ের সহধর্মিণী ও দুই সন্তান নিয়ে ছোট একটি কেক কেটে জন্মদিন উদযাপন করেন প্রধানমন্ত্রী ছেলে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাধারণত ছেলের জন্মদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে রান্নান করে থাকেন। ছেলের পছন্দের খাবার থাকে রান্নার তালিকায়। ২০১৩ সালের ২৭ জুলাই ছেলের জন্মদিন উপলক্ষে পোলাও রান্না করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই রান্নার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে যায়।
এক ফেসবুক স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলাদাভাবে উত্তর দিতে না পারায় আমি আন্তরিকভাবে দুঃখিত। সকলের জন্য আমার শুভ কামনা।’