আকিব মাহামুদ।।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশালের সাবেক জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বরিশাল কালেক্টরেট স্কুল, বেসরকারি উন্নয়ন সংস্থা, বিভিন্ন সংগঠন, বরিশাল সমস্যা ও সম্ভাবনা ফেসবুক গ্রুপের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। বিদায়ী বক্তব্যে জেলা প্রশাসক ড.গাজী মোঃ সাইফুজ্জামান বরিশালে তার চাকুরীজীবনের নানান স্মৃতির কথা তুলে ধরেন। বলেন জনগনের স্ব উদ্যোগে জেলা প্রশাসনের কাজে সম্পৃক্ততার কথা। এসময় তিনি স্মৃতি কাতর হয়ে পরেন। তার স্মৃতি কাতরতা এবং ভালবাসায় উপস্থিত সকলেই আরো বেশি স্মৃতি কাতর হয়ে পরেন।
উল্লেখ্য এ বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের একটি শিশুর আঁকা শেখ মুজিবুর রহমানের ছবি দিয়ে কার্ড ছাপানোর জেরে ইউএনো তারিক সালমনকে আটক করার পর, এ নিয়ে ব্যাপক ব্যাপক সমালোচনার কারনেই গত সোমবার বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বরিশাল জেলা প্রশাসকের পদ থেকে প্রত্যাহার করা হয়।