শুক্রবার , ২৮ জুলাই ২০১৭ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

ড. ইউনূসের সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২৮, ২০১৭ ২:১২ পূর্বাহ্ণ

সপ্তম সামাজিক ব্যবসা দিবস-২০১৭ উপলক্ষে ইউনূস সেন্টার আয়োজিত আগামী ২৮-২৯ জুলাইয়ের আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ।

সাভারের জিরাবোতে নবনির্মিত সামাজিক কনভেনশন সেন্টারে আয়োজিত এ সম্মেলনের জন্য অনুমতি চেয়েছিল ইউনূস সেন্টার। এতে ৩৬টি দেশের প্রতিনিধিদের অংশ নেয়ার কথা।

তবে নিরাপত্তা চেয়ে পুলিশকে সম্মেলন সম্পর্কে মাত্র তিনদিন আগে অবগত করা হয়। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আগাম কিছু জানত না। ফলে নিরাপত্তার স্বার্থে সম্মেলনের অনুমতি দেয়া হয়নি।

বৃহস্পতিবার বিকেলে পুলিশ সদর দফতরে সাংবাদিকদের একথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, ড. ইউনূসের সম্মেলন সরকার বন্ধ করেনি। বরং স্বল্প সময়ে এতো বড় সম্মেলনের নিরাপত্তার প্রস্তুতি না থাকায় আন্তর্জাতিক সম্মেলনটির অনুমতি দেয়া হয়নি।

আইজিপি বলেন, এতো বড় সম্মেলন হবে বাংলাদেশে। নিরাপত্তার বিষয়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। রাজধানী ঢাকায় বহু আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। সরকার এসব সম্মেলনকে স্বাগত জানায়। নিরাপত্তা দেয়ার সক্ষমতাও আমাদের আছে।

সম্মেলন সম্পর্কে তিনি বলেন, ড. ইউনূসের নেতৃত্বে সম্মেলনে ৩৬টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের নিয়ে ২৮-২৯ জুলাই আশুলিয়ায় সম্মেলনটি হওয়ার কথা ছিল। আন্তর্জাতিক সম্মেলনটির জন্য অনুমতি চেয়ে ইউনূস সেন্টার থেকে গত ২৩ জুলাই ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে আবেদন করা হয়।

কিন্তু হঠাৎ করে এমন একটি আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে। সম্মেলন শুরু হওয়ার কথা ২৮ জুলাই। বিষয় সম্পর্কে মাত্র তিনদিন আগে ২৪ জুলাই ঢাকা জেলা পুলিশ সুপারকে জানানো হলো। এ বিষয়ে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দফতর কেউ জানে না। এতোগুলো বিদেশি প্রতিনিধি আসবেন অথচ পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না।

তিনি বলেন, সবাইকে অন্ধকারে রেখে মাত্র তিনদিন আগে বলবেন নিরাপত্তা দিতে সেটা হয় না। এজন্য আমাদের পর্যাপ্ত সময় দরকার। বিদেশি এতো মানুষকে নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি দরকার। সময়ের অভাবে নিরাপত্তার ব্যাপক প্রস্তুতি নিতে না পারায় সম্মেলনের অনুমতি দেয়া হয়নি।

এ আন্তর্জাতিক সম্মেলন কোনোভাবেই সরকার বন্ধ করেনি বলে দাবি করেন আইজিপি। পরবর্তীতে পর্যাপ্ত সময় নিয়ে অনুমতি চাওয়া হলে অনুমতি দেয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই অনুমতি দেয়া হবে। কিন্তু তিনি (ড. ইউনূস) বর্তমানে সরকার বন্ধ করে দিয়েছে বলে যে অপপ্রচার চালাচ্ছেন, সেটা ঠিক নয় বলে জানান আইজিপি।

(Visited ১২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

চিরনিদ্রায় শায়িত হলেন সাদেক বাচ্চু

অপারেশন ম্যাক্সিমাস ব্যাপক গোলাগুলি, এক পুলিশ সদস্য আহত

সিটি মেয়রের সাথে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রায় আড়াই বছরেও হয়নি অডিট নিষ্পত্তি, সংসদীয় কমিটির উষ্মা

এই রাষ্ট্রীয় স্বীকৃতি আমার জীবনের সবচেয়ে বড় অর্জন : সাইমন

১০ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগে ক্রিকেটার মোসাদ্দেকের বিরুদ্ধে স্ত্রীর মামলা

নওয়াজ শরীফের স্ত্রী কুলসুমের শরীরে ক্যান্সার শনাক্ত

১০ বছর পর সেই ‘১৯ জানুয়ারি’ কাঁদার বদলে হাসলেন মাশরাফি!

রেল ও নৌ পথের উন্নয়নে জোর দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

এসএম জাকিরসহ পাঁচ সাংবাদিকের নামে মিথ্যা মামলা: ঝালকাঠি প্রেসক্লাবের নিন্দা