অদ্য ২৭ /০৭/২০১৭ ইং তারিখ রোজ বৃহষ্পতিবার সকাল ১০ ঘটিকায় বাকেরগঞ্জ উপজেলায় ওয়েভ ফাউন্ডেশন ঊণড প্রকল্প অফিসে জেলা যুব এ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা যুব এ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের ত্রৈমাসিক সভায় ওয়ার্ড পর্যায়ের যুব গ্রুপের সাথে জেলা যুব এ্যাডভাইজারি বোর্ডের সদস্যদের শিখন ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
সভায় ঊণড প্রকল্পের বিভিন্ন কার্যাবলী নিয়ে আলোচনা করা হয়। যে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় তা হলঃ স্থানীয় যুবদের সফ্ট স্কীল ও ভোকেশোনাল প্রশিক্ষন প্রদান, ভোকেশোনাল প্রশিক্ষনের জন্য ডিমান্ড সার্ভে, ওয়ার্ড যুব গ্রুপ, এপেক্স বডি এবং জেলা যুব এ্যাডভাইজারি বোর্ডকে সক্রিয়করন, আর্ন্তজাতিক যুব দিবস উৎযাপনের পরিকল্পনা, জাতীয় পর্যায়ে যুব প্রতিনীধি নির্বাচন পরবর্তি সভার এজেন্ডা নিধারন এবং পরবর্তি সভায় কারা অর্গানাইজার হবে তা নির্ধারন করা।
স্থানীয় যুবদের সফ্ট স্কীল ও ভোকেশোনাল প্রশিক্ষন প্রদান, ভোকেশোনাল প্রশিক্ষনের জন্য ডিমান্ড সার্ভে বিষয়ে প্রতিবেদন তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান এরপর ওয়ার্ড পর্যায়ের যুবদের কাছ থেকে তাদের অভিজ্ঞতা আলোচনা করেন। অতপর যুবরা ৪ টি দলে ভাগ হয়ে ওয়ার্ড যুব গ্রুপ এপেক্স বডি এবং জেলা যুব এ্যাডভাইজারি বোর্ডকে সক্রিয়করন, আর্ন্তজাতিক যুব দিবস উৎযাপনের পরিকল্পনা তৈরী করে।
এক্ষেত্রে ওয়ার্ড যুব গ্রুপ এপেক্স বডি এবং জেলা যুব এ্যাডভাইজারি বোর্ডকে সক্রিয়করন করার জন্য যুবরা তাদের দলভিত্তিক কাজের মাধ্যমে কিছু সুপারিশ তুলে ধরেন। এরপর যুবরা আগামি ১২ আগষ্ট আর্ন্তজাতিক যুব দিবস উৎযাপনের জন্য উপজেলা পর্যায়ে যুব সংলাপ এবং সংবাদ সম্মেলনের পরিকল্পনা করে। দিবসটি সুষ্ঠুভাবে উৎযাপনের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। অতপর সকলো ভোটাভুটির মাধ্যমে জাতীয় পর্যায়ে জন্য ৩ জন যুব প্রতিনীধি নির্বাচন করার হয়। সভায় উপস্থিত ছিল এ্যাডভাইজারি বোর্ডের ২০ জন সদস্য, যুব রিপোটার্স গ্রুপের ১৫ জন সদস্য এবং ঊণড প্রকল্পে কর্মি বৃন্দ।