সকালে রায় ঘোষণার ঘণ্টা দুয়েক পর বেলা দেড়টা নাগাদ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বোর্ড অফিসে আসেন নাজমুল হাসান পাপন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বোর্ডের ক’জন পরিচালকের সাথে আলাপ-আলোচনার আগে উপস্থিত সাংবাদিকেদের সঙ্গে আলাপে ব্যক্তিগত আলাপচারিতায় তাকে বেশ নির্ভার দেখাচ্ছিল।
পরে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে বিসিবি প্রধান সুপ্রিম কোর্টের ওই রায়ে সন্তোষ প্রকাশ করে নাজমুল হাসান পাপন বলেন, ‘দেশের ক্রিকেটের জন্য এটা খুবই ভালো রায়। আমরা রায়ের পূর্ণাঙ্গ কপির জন্য অপেক্ষা করছি। পূর্ণাঙ্গ রায় হাতে পেলে আমরা বিশেষ সাধারণ সভা ডেকে গঠনতন্ত্র সংশোধন করে নির্বাচনের প্রস্তুতি নেব।’
প্রসঙ্গত, আজ সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেন, বিসিবির ক্ষমতায় জাতীয় ক্রীড়া পরিষদ হস্তক্ষেপ করতে পারবে না।
সুপ্রিম কোর্ট আদেশ দেন, এখন থেকে বিসিবির গঠনতন্ত্র বিসিবিই সংশোধন করতে পারবে। জাতীয় ক্রীড়া পরিষদ নয়।
বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায়ের বিষয়ে নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চ জানান, গঠনতন্ত্র সংশোধন করার সময় ক্রিকেট যাতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেদিকে বিসিবিকে নজর রাখতে হবে। এজিএমের মাধ্যমে বিসিবি আধুনিক ও যুগোপযোগী গঠনতন্ত্র সংশোধন করতে পারবে।