নেইমার আছেন দোটানায়! বার্সেলোনায় থাকবেন নাকি প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যাবেন? কারণ পিএসজি তাকে দিতে চাচ্ছে ২২২ মিলিয়ন ইউরো। এমন অর্থের হাতছানি কি মিস করবেন নেইমার? করতেও পারেন। সেটা হয়তো ক্লাবের নাম ‘বার্সা’ বলেই।
এই দোটানার মাঝে একটি সুসংবাদ পেলেন নেইমার। আর সেই সুসংবাদটি গণমাধ্যমকে জানিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র। ব্রাজিলে কর ফাঁকির মামলায় মুক্তি পেয়েছেন বার্সা ফরোয়ার্ড।
নেইমারের বাবা জানান, ‘এই সিদ্ধান্তের মাধ্যমে প্রমাণিত হয় যে আমাদের দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত রয়েছে। নেইমার ও তার পরিবারের সদস্যরা শান্তিতে থাকতে পারছে। এ খবর আমাদের স্বস্তি দিয়েছে। এই মামলাটি এখন আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। এটাই প্রতীয়মান যে, অন্যায় না করলে মুক্তি পাওয়া যায়।’
২০১১ থেকে ২০১৪। এই চার বছরে আয়ের হিসাব গোপন রাখেন নেইমার! কর ফাঁকির অভিযোগ ওঠে নেইমারের বিরুদ্ধে। বার্সেলোনা ও সান্তোসের সঙ্গে চুক্তির সময় ট্রান্সফার ফি গোপন করেছেন নেইমার, এমন অভিযোগও ওঠে। গত বছর তাকে ৫০.৭ মিলিয়ন পাউন্ড জরিমানা করেছিলেন ব্রাজিলের আদালত।