বৃহস্পতিবার , ২৭ জুলাই ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

‘মুশফিক-ভুলু ইস্যু ছিল নিছক ভুল বোঝাবুঝি’

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ২৭, ২০১৭ ২:০৮ পূর্বাহ্ণ

দেরিতে হলেও আগেরবারের অধিনায়ক মুশফিকুর রহীমের কাছে দুঃখ প্রকাশ করেছেন বরিশাল বুলস ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক আব্দুল আওয়াল চৌধুরী ভুলু।

এর আগে এক টেলিভিশন ইন্টারভিউয়ে মুশফিকের ঢালাও সমালোচনা করেছিলেন ভুলু। মুশফিকের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে বলেছিলেন, ‘মুশফিক বাজে অধিনায়ক। তার দায়িত্ব ও কর্তব্যবোধে ঘাটতি আছে।’

মুশফিক বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অভিযোগসহ সংবাদমাধ্যমের সামনে আবেগাপ্লুত হয়ে কান্না বিজড়িত কণ্ঠে আব্দুল আওয়াল চৌধুরী ভুলুর ওই নেতিবাচক আচরণ ও নেতিবাচক কথাবার্তার বিচার চান। এরই আলোকে বিপিএল গভর্নিং কাউন্সিল ভুলুকে কারণ দর্শানো নোটিশ পাঠায়। কদিন আগে ভুলু সে নোটিশের জবাবও দিয়েছেন।

এদিকে আজ বিকেলে মুশফিকুর রহীম ইস্যুতে সংবাদমাধ্যমের সাথে কথা বলেছেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তার কথার সারমর্ম হলো, ঘটনাটি নিছক ভুল বোঝাবুঝি। ভুলু নাকি মুশফিককে ছোট করে বা তাকে অপমান-অসম্মান করার অভিপ্রায়ে ওসব কথা বলেননি। বিষয়টি ভুল বোঝাবুঝি।

মল্লিক বলেন, ‘বরিশাল বুলসের মালিক ভুলুর সাথে একটি মন্তব্য নিয়ে মুশফিকের ভুল বোঝাবুঝি হয়েছিল। যাতে মুশফিক একটু কষ্টও পেয়েছিল। যাই হোক আমরা ওই বিষয়ে গভর্নিং কাউন্সিল থেকে একটি চিঠিও দিয়েছিলাম। ভুলুও তার উত্তর দিয়েছেন।’

‘তারই আলোকে আমরা দু’পক্ষের সঙ্গে কথাও বলেছি। এমনকি মুশফিকের সাথেও বসেছি। ভুলু দুঃখ প্রকাশ করেছেন, এটা ভুল বোঝাবুঝি। তিনি কোনো কিছু মিন করে বলেননি। মুশফিকও স্পোর্টিংলি নিয়েছে। মোদ্দা কথা, আমার মনে হয় বিষয়টি এখানেই শেষ হয়ে গেছে।’

তবে মল্লিক বলেন, তার মানে বিপিএল গভর্নিং কাউন্সিলে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য সজাগ ও সচেতন। আমরা সবাইকে বলব, প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে কথা বলবেন। তাহলে আর এমন ভুল বোঝাবুঝি হবে না।

(Visited ১৮ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি