বরিশাল ও পটুয়াখালী জেলায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ (বৃহস্পতিবার) বিকেল ৩টায় বরিশাল শহরের অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগ এবং শুক্রবার বিকেল ৩টায় লেবুখালীতে পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন।
(Visited ৪৪ times, ১ visits today)