এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ ক্রিকেটে সুরমা সিক্সার্স সিলেটের হয়ে খেলবেন সাব্বির রহমান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই তরুণ তারকাকে আইকন খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে সিলেট।
সুরমা সিক্সার্স সিলেটে যোগ দেওয়ার বিষয়টি মঙ্গলবার (২৫ জুলাই) সাব্বির নিজের ভেরিফাইড ফেসবুকে পেইজে নিশ্চিত করেছেন।
সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সাথে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে সাব্বির লিখেছেন, ‘আসন্ন বিপিএলে সুরমা সিক্সার্স সিলেট আমাকে তাদের আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। আমার নতুন দলের জন্য প্রার্থনা করবেন।’
গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন সাব্বির। বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের মারমুখী এক ইনিংসও উপহার দিয়েছিলেন তিনি।
আগামী ২ নভেম্বর মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসরে। এবার সিলেট ফ্র্যাঞ্চাইজির পৃষ্ঠপোষকের দায়িত্ব নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অন্য ফ্র্যাঞ্চাইজিরা খেলোয়াড় দলে ভেড়ানো নিয়ে তোড়জোড় শুরু করে দিলেও সিলেট এগোচ্ছে ধীরস্থিরভাবে। এই আসরে নতুন মালিকানার অধীনে খেলবে সিলেট। যে কারণেই নাম বদল হচ্ছে। এর আগে তিন আসরে অংশ নিয়ে সিলেটের নামের সঙ্গে যুক্ত ছিল ‘রয়্যালস’ ও ‘সুপারস্টার্স’।