চুয়াডাঙ্গা শহরে পেট জোড়া লাগানো জমজ কন্যা সন্তান প্রসব করেছেন সাথী নামে এক প্রসূতি। এ ঘটনায় চিন্তায় পড়ে গেছেন ওই নারীর স্বামী মামুন জোয়ার্দ্দার। তারা শহরের মসজিদপাড়ায় বসবাস করেন।
এদিকে ঘটনা বাইরে ছড়িয়ে পড়লে লোকজন জমজ সন্তানদের এক পলক দেখতে শহরের উপশম নার্সিং হোমে ভিড় করছেন।
গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গাস্থ উপশম নার্সিং হোমে ডা. জিন্নাতুল আরা অস্ত্রোপচার করে পেটে জোড়া লাগানো জমজ কন্যা সন্তান দুটি ভূমিষ্ট করান।
মামুন জোয়ার্দ্দার জানান, জমজ ও জোড়া লাগানো সন্তান হওয়ায় মহাদুশ্চিন্তায় পড়েছি আমি এবং আমার পরিবারের লোকজন। তিনি আরও জানান, জানিনা কীভাবে দুই কন্যা সন্তানকে পৃথক করে সুস্থ রাখবো।
ডা. জিন্নাতুল আরা জানান, পেটে জোড়া লাগানো জমজ কন্যা সন্তান ও তাদের মা সুস্থ্য আছে।
(Visited ১৬ times, ১ visits today)