বরিশাল জেলা প্রশাসকের বদলীর পর একটি মহল উঠেপড়ে নেমেছে তরুন কিছু উদ্ভাবককে ফাঁসাতে।এরা বরিশালের বিদায়ী জেলা প্রশাসককে নতুন নতুন উদ্ভাবনী থিম দিয়ে সমাজ সংষ্কার ও উন্নয়নে ভুমিকা রাখতেন।সদ্য বদলী হওয়া বরিশালের জনপ্রিয় জেলা প্রশাসক ড.গাজী সাইফুজ্জামান কোন দুর্নীতি কিংবা অনিয়মের জন্য বদলী হননি একটি উদ্ভুত পরিস্থিতি ঠান্ডা করতে তাকে সড়িয়ে নেয়া হয়েছে বলে জানান বরিশাল জেলা প্রশাসনের একাধীক কর্মকর্তা।কিন্তু জেলা প্রশাসকের বদলীকে কেন্দ্র করে বরিশালের কিছু তরুন উদ্ভাবকদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা রকমের কুরুচীপূর্ন মন্তব্য ও স্বাধীনতাবিরোধী গ্রুপ বানানোর প্রচেষ্ঠা করছে।
অন্যদিকে ঐ সকল উদ্ভাবকদের পক্ষে বরিশাল জেলা প্রশাসনের জনপ্রিয় ফেসবুক পেজ বরিশাল সমস্যা ও সম্ভাবনা গ্রুপের সদস্যরাও দিচ্ছে পোষ্ট।এমনকি তারা উদ্ভাবকদের পক্ষে তথ্য প্রযুক্তি আইনে আদালতে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে।মোদ্দা কথা সার্বিক দিক মিলিয়ে একটি গ্রুপ চাইছে ইউএনও তারিক সালমান ইস্যুতে বরিশালের স্বাভাবিক পরিস্থিতি অস্বাভাবিক করতে।
এ বিষয়ে কাউকেই ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ দেয়া হবে না বলে জানান বরিশাল মোট্রোপলিটন পুলিশের মুখপাত্র।তিনি বলেন বরিশালে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্তক রয়েছে।