নিজস্ব প্রতিবেদক ॥
জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামানের প্রত্যাহারের খবরে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাইফুজ্জামানের প্রত্যাহারের আদেশ স্থগীত ও পুঃনবিবেচনার দাবীতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশালের সর্বস্তরের জনগনের ব্যানারে উক্ত মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া মো. জাকারিয়া আলম দিপু বলেন, জেলা প্রশাসক উদ্ধতন কর্মকর্তাদের আদেশে ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছেন। কিন্তু সরকারকে ভুল বুঝিয়ে বরিশালের ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। তিনি আদৌ ইউএনওকে হয়রানির সাথে জড়িত নন। বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান বরিশাল বাসীর গর্ব। তিনি বরিশালের মানুষের জন্য কাজ করেছেন। তাকে প্রত্যাহারের বিষয়টি আমরা মেনে নিতে পারছি না। তাই তারা ডিসির প্রত্যাহারাদেশ পুনঃবিবেচনার দাবী জানান।